০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ডেস্ক নিউজ:
  • আপডেট সময়ঃ ০৩:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে।

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। রোববার রাতের এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।আধিপত্য বিস্তার ও জমি বিক্রি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা।

মৃত সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে।  তিনি বরিশাল সিটি করপোরেশেনর ২ নাম্বার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

এদিকে, হত্যার ঘটনার জেরে স্থানীয়রা অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের বাড়িতে আগুন দিয়েছে।স্থানীয়রা জানান, জমি বিক্রি সংক্রান্ত ইস্যুতে সুরুজের সঙ্গে বাগবিতণ্ডা হয় হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনের। এছাড়াও তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। বাগবিতণ্ডার একপর্যায়ে শাহিন, তার স্ত্রী শাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন রাম দা নিয়ে সুরুজের ওপর হামলা করে। এতে সুরুজ ও নয়ন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুরুজের মৃত্যু হয়। আহত নয়নকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরুজের মারা যাওয়ার খবরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। এতে একজন মারা গেছে। মৃতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা জড়িত তাদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেফতারে অভিযান চালানো হবে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য