সিলেট, ২৫ আগস্ট ২০২৫
সিলেটের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জনপ্রিয় যুবনেতা আব্দুর রশিদ মিন্টু আর নেই।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ৬ঃ৩০টায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জেলা ও মহানগর যুবদলের শোক
আব্দুর রশিদ মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন,ও সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ।
এছাড়া, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, এবং সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন এক যৌথ শোকবার্তায় বলেন—
“আব্দুর রশিদ মিন্টু ছিলেন যুবদলের একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও ত্যাগী সংগঠক। তার মৃত্যুতে আমরা শুধু একজন সহকর্মীকে হারালাম না, হারালাম এক নির্ভরযোগ্য রাজনৈতিক পথপ্রদর্শককে।”
বিয়ানীবাজার উপজেলা যুবদলের শোক
নিজ এলাকার প্রিয় এই নেতার মৃত্যুতে শোকাহত বিয়ানীবাজার উপজেলা যুবদল। এক বিবৃতিতে বলা হয়—
“মিন্টু ছিলেন আমাদের প্রাণের মানুষ।দলের দুঃসময়ে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন।তার মৃত্যু বিয়ানীবাজার যুবদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
জানাজা আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন সিলেট জেলা, মহানগর ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT