১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

যৌথবাহিনীর অভিযানে ৬ কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ১৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ১২:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে।

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, ছিনতাকারী দলের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক বিক্রেতা মিলিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হযেছে। গত বুধবার (৯ জুলাই) রাতে একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, মাদককারবারি মিলিয়ে ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৩টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে কিশোর গ্যাং দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়। এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদককারবারি পলি বেগম (২৮)-কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলটসহ গ্রেপ্তার হয় মাদককারবারি শামীম হোসেন (২২)। তিনি দুটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন এলাকায় একই রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫), শামীম (২২)-কে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এসব অভিযান পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যৌথবাহিনীর অভিযানে ৬ কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ১৩

আপডেট সময়ঃ ১২:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, ছিনতাকারী দলের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক বিক্রেতা মিলিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হযেছে। গত বুধবার (৯ জুলাই) রাতে একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, মাদককারবারি মিলিয়ে ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৩টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে কিশোর গ্যাং দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়। এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদককারবারি পলি বেগম (২৮)-কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলটসহ গ্রেপ্তার হয় মাদককারবারি শামীম হোসেন (২২)। তিনি দুটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন এলাকায় একই রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫), শামীম (২২)-কে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এসব অভিযান পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন