সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী’র ব্যবসায়িক সম্মেলন

মশিউর রহমান রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময়ঃ ০৬:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে।

রাজশাহী ডিভিশনে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেডের আয়োজনে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় রাজশাহীর কাজিহাটায় অবস্থিত গ্র‍্যাণ্ড রিভার ভিউ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপনণ) আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের আজকের থিম “বিজয়ের পথে একসাথে” স্লোগানকে সামনে রেখে রাজশাহী ডিভিশনের ইলেক্ট্রনিক ব্যবসায়িক মালিক সমিতি’র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে রাজশাহী ইলেক্ট্রনিক ব্যবসায়িক মালিক সমিতি’র সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় সভাপতি গোলাম রাব্বানী সমাপনি বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, এস কিউ ওয়্যার এন্ড ক্যাবলস গুনগতমান এবং নিরাপত্তার প্রতীক তার মূল্যবান অংশীদারদের সাথে এই অগ্রযাত্রাকে উদযাপন করতে আমরা সকলে একত্রিত হয়েছি। রাজশাহী ইলেক্ট্রনিক ব্যবসায়িকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলে সভাপতি গোলাম রাব্বানী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সংগীত পাঠ করা হয়। এরপর রাজশাহী ডিভিশনের ইলেক্ট্রনিক ব্যবসায়িক মালিক সমিতি’র নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর বিশদ আলোচনা করেন। পরে মধ্যাহ্নভোজ ও রাইফেল ড্র’র মাধ্যমে সম্মেলন শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন