রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ অনুসন্ধান শেষে তাকে গর্ত থেকে উদ্ধার করেন। পরে রাত ৯টা ৩৫ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার সময়ই তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে শিশুটি গর্তেই মারা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, গর্তটি গভীর হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। কয়েক ঘণ্টার চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, নলকূপের খোলা গর্তটি আগেই ঢেকে রাখা হয়নি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225