রায়হান হত্যার মূল এসআই আকববের জামিন স্থগিত

- আপডেট সময়ঃ ০৪:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৮৩ বার পড়া হয়েছে।

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে পিটিয়ে হত্যার মূল আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন আদালত। গতকাল বুধবার চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।
এর আগে এলাকায় গুঞ্জন ওঠে, আকবর ভারতে পালিয়ে গেছেন। সম্প্রতি আলোচিত এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। যে কোনো দিন রায় ঘোষণার কথা ছিল।
জানা গেছে, গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৯ আগস্ট সিলেটের কারাগার থেকে মুক্তি পান আকবর। তাঁর মুক্তির খবরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। গত মঙ্গলবার রাতে আখাউড়া সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন– এমন খবর ছড়িয়ে পড়ে।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে এসএমপির বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরে ভোর রাতে তাঁর মৃত্যু হয়। শুরুতে ছিনতাইকারীর হাতে মৃত্যু বলে প্রচার চালায় পুলিশ। পিটিয়ে হত্যার বিষয়টি জানাজানি হলে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন রায়হানের স্ত্রী।
২০২১ সালের ৫ মে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরকে প্রধান অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। অন্য অভিযুক্তরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন এবং এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।