عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ إِنَّ رَبَّكُمْ يَقُولُ كُلُّ حَسَنَةٍ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ الصَّوْمُ جُنَّةٌ مِنَ النَّارِ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ وَإِنْ جَهِلَ عَلَى أَحَدِكُمْ جَاهِلٌ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ ” .
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বলেন, আদম সন্তানের সব ভালো কাজের প্রতিদান দশ গুণ থেকে সাত শ গুণ পর্যন্ত হয়। তবে রোজা ছাড়া, তা আমার জন্যই এবং আমিই এর প্রতিদান দেব। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ। আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকের চেয়েও বেশি সুগন্ধময়।
তোমাদের কোনো রোজাদারের সঙ্গে কেউ মুর্খতাসুলভ আচরণ করলে সে যেন বলে আমি রোজা রেখেছি।’ (তিরিমিজি, হাদিস : ৭৬৪)
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT