লন্ডনে জমিয়ত নেতা আব্দুল আজীজ সিদ্দীকীর ইন্তেকাল: দেশ-বিদেশে শোক
- আপডেট সময়ঃ ০৮:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে।

লন্ডনের বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা ও ইউরোপ শাখার সহসভাপতি শায়খ মাওলানা আব্দুল আজীজ সিদ্দীকী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৭২ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ অক্টোবর লন্ডন সময় সকাল ১০টর দিকে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের পথযাত্রী হন। তিনি স্ত্রী, পাঁচ কন্যা ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।
শায়খের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটি, মাদানি কাফেলা বাংলাদেশ, জকিগঞ্জ চারিগ্রাম মাদরাসা কর্তৃপক্ষ, যুব জমিয়ত কোতোয়ালি থানা শাখা ও মরহুমের ছোটো ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা প্রেরণ করেছেন। তারা মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহবান জানান।
শায়খ মাওলানা আব্দুল আজীজ সিদ্দীকী ১৯৯০ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয়ঘর গ্রামে।জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরী গ্রামে ১৯৫৬ ঈসায়ী সনের ২৪ অক্টোবর পিদা মরহুম আরজান আলী ও মাতা মরহুমা খয়রুন্নেছার কুলে জন্মগ্রহন করেন।
মাওলানা সিদ্দিকী ১৯৭৮ সালে তিনি জামেয়া হোসাইনিয়া দারুস সালাম খাসদবির মাদরাসায় ভর্তি হয়ে শায়খুল হাদীস মাওলানা রিয়াসত আলী চৌঘরী রানাপিং রাহ. মাওলানা নূরুদ্দীন আহমদ গহরপুরী রাহ., মাওলানা শফীকুল হক আখতার আকুনী রাহ., মাওলানা আব্দুল আজীজ দয়ামীরী রাহ, গংদের নিকট পড়াশুনা করে ফাইনাল পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। কর্মজীবনে দাওরায়ে হাদীস পাশ করে তিনি প্রথমে বারকুট আহমদিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। এরপর ইংল্যান্ড পাড়ি জমান।
আধ্যাত্মিক জীবনে তিনি খলীফায়ে মাদানী রাহ. কুতবে দাওরান হযরত মাওলানা লুৎফুর রহমান বর্ণভী রাহ. এর সুযোগ্য খলীফা হযরত শায়খ মাওলানা মুস্তাকীম আলী রাহ. এর হাতে বাইআত গ্রহণের পর খেলাফত লাভ করেন।





















