কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। রোববার থেকে তাঁর নিয়মিত ডায়ালাইসিস কার্যক্রম চলছে। প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। এরপর সেখানেই তাঁকে পরবর্তী চিকিৎসাসেবা দেওয়া হবে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, এর আগে ফরিদা পারভীনের চিকিৎসার প্রয়োজনে দুই দফায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা আন্তরিকভাবে তাঁর সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ‘ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি খুব ধীরে ধীরে হচ্ছে।’
এর আগে ফরিদা পারভীন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। রক্তে সংক্রমণ আছে।কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শুরুতেই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। অবস্থা ঝুঁকিপূর্ণ থাকায় তাঁকে সেখানে রেখেই চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে খবর ছড়ায়, ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তাঁর ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়াচ্ছেন। পুরো বিষয়টি নিয়ে বিব্রত শিল্পীর পরিবার।এর আগে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছিলেন, ‘সার্বিকভাবে তাঁর অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল থাকে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না। হাঁটতেও পারেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT