
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করা সহ ৫ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কর্তৃক আয়োজিত শনিবার (২৫ অক্টোবর) বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি বলেন,বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং ৩ দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালি থানা শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।
দাবিসমূহ হলোি
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ঘোষিত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাদ যোহর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের পক্ষ থেকে সিলেট বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
কোতোয়ালি থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালি থানা শাখার সহ সভাপতি মোঃ আনেয়ার হোসাইন, মো. জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ আহমদ সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225