মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদলের এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। শ্রীমঙ্গল সার্কেলের এএসপি ঘটনাস্থলে রয়েছেন।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাহিম রাফি (২৭) ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি। তিনি মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাফি রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠে তার মা ডাকতে তার রুমে যান। দরজা খুলে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। এরপর কমলগঞ্জ থানার একটি টিম ঘটনাস্থলে এসে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে। তবে কে বা কারা রাফিকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। পুলিশ জানায়, রাফি বিবাহিত ছিলেন। স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন। তার মা পাশের রুমে থাকতেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে আমাদের তদন্ত টিম রয়েছে। অনুসন্ধান চলছে।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT