শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

- আপডেট সময়ঃ ১২:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা উপজেলার ১৩২টি সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপ কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ঐক্যফ্রন্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে শরদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। সভাটি বড়লেখা থানা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকবে-এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যত আধুনিক হচ্ছি, ততই হানাহানির মাত্রা বেড়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি বা ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কার কথা উল্লেখ করে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবং আমাদের মা বোন দর্শনার্থীরা যাতে খুব সুন্দর ভাবে এইবারের উৎসব পালন করতে পারেন সেইদিকে খেয়াল রাখা হবে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, জেলা জামায়াতে ইসলামির সূরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হায়দারুল ইসলাম আকবরী, উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর ফয়সল আহমদ, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, এনসিপির জেলার যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল, পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক তাহের মিয়া প্রমুখ।
সভায় ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সার্বজনীন দূর্গাপূজামন্ডপ কমিটির সভাপতিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।