
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ৩৩তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত তরুণ কন্ঠ, দৃপ্ত ও নির্ভীক মনোভাব প্রদর্শনকারী ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে জিন্দাবাজার পয়েন্টে হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল ও বিজয় চত্ত্বরে মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমের যাবতীয় দুর্নীতি দূরীকরণের দাবীতে বেলা ১১..০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন, বেলা ১১.৩০ ঘটিকায় শহীদ মিনার হতে জিন্দাবাজার পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ ২১ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করার কর্মসূচী গ্রহণ করা হয়। সভা থেকে শরীফ ওসমান হাদির হত্যাকারী ও হত্যার সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় ৩৩তম সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিয়ান রাহাত, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, জুলাই যোদ্ধা তরিকুল ইসলাম হাসান ও আফরিন সুমাইয়া। সাপ্তাহিক সভা, মশাল মিছিল ও মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ আব্দুল হাসিম, সুধাংশু শেখর দাস, সাগর আহমদ, জামাল আহমদ, আইমন আহমেদ মাহিন, পিযোষ মোদক, সৈয়দ ইব্রাহীম, মোঃ সাহেদ আহমদ শান্ত, মিনহাজুল হক চৌধুরী, আমিনা বেগম, বিজিত চন্দ, রোকনে আলম চৌধুরী, মোঃ ইকবাল হোসেন, মোঃ সেলিম খান, মোহাম্মদ সাজ্জাদ খান, সেলিম আহমদ, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোঃ তাজউদ্দিন ও মোঃ আলী হোসেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225