ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান সবসময়ই চরিত্র অনুযায়ী নিজেকে ভেঙে–গড়ার ক্ষেত্রে অনন্য। এবারও সেই ধারাবাহিকতায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। নতুন সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে তাকে একেবারে অন্যরকম এক রূপে— ঘন গোঁফ, কঠিন চাহনি আর দেশপ্রেমে উজ্জীবিত এক সাহসী যোদ্ধা হিসেবে।
শাকিবের এই নতুন লুক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার গোঁফ ঘিরে কৌতূহলের শেষ নেই। অনেকে ভেবেছিলেন এটি নকল—কিন্তু শাকিব খান নিজেই জানালেন, এই গোঁফটা কিন্তু আসল!
গত ৭ নভেম্বর, রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন লুকে হাজির হন শাকিব খান। সেখানেই ভক্ত ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিমুখে জানালেন গোঁফের সেই মজার গল্প।
শাকিব খান বলেন, “অনেকে ভাবে এটা মেকআপের অংশ, কিন্তু আসলে পুরোটা আমার নিজের গোঁফ। ভক্তরা এই লুকটা দারুণভাবে গ্রহণ করেছে— সেটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”
গোঁফ নিয়ে তার মেকআপম্যানদের প্রতিক্রিয়া নিয়েও শাকিবের আছে মজার অভিজ্ঞতা।
তিনি বলেন, “শুটিং শেষে মেকআপ রিমুভ করার সময় আমি মজা করে বলি, ‘আমার গোঁফটা খুলে দাও।’ তারপর দেখি তারা অনেকক্ষণ ধরে টানাটানি করে দেখে, তারপর অবাক হয়ে বলে— ‘আরে এটা তো আসল!’ তখন আমি ভীষণ হাসি!”
সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খান অভিনয় করছেন এক দেশপ্রেমিক যোদ্ধার চরিত্রে, যিনি দেশের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়ে যান সত্য ও ন্যায়ের পক্ষে।
অ্যাকশন–ড্রামা ঘরানার ‘সোলজার’–এ শাকিবের বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমনকে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এ ছবিটি আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
শাকিব ভক্তদের জন্য তাই এখন অপেক্ষা— বড় পর্দায় এক নতুন রূপে তাদের প্রিয় নায়কের দেশপ্রেমিক যোদ্ধা অবতারণা দেখার।