মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা আদায় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ জানাজা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার শেষে বিশ্ববিদ্যালয়ের কিলো রোডে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, আমরা স্পষ্টভাবে ইন্টেরিম সরকারকে জানিয়ে দিতে চাই। এই নরপিশাচদের ৯০ দিন নয়, আগামী এক সপ্তাহের মধ্যেই ফাঁসি কার্যকর করুন। এমন শাস্তি নিশ্চিত করুন, যা দেখে ভবিষ্যতে কেউ আর কোনো নারীর প্রতি এই বর্বরতা চালানোর সাহস না পায়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225