শাবিপ্রবিতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ র্যালী

- আপডেট সময়ঃ ০৪:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১১০ বার পড়া হয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও প্রতিবাদ র্যালি পালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুর সোয়া বারোটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্তরে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু করে অ্যাকাডেমিক ভবন ই এর সড়কে প্রতিবাদ র্যালী পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন বলেন, “আমরা সারিবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি। মুসলমান বিশ্বগুলো আজ স্তব্ধ হয়ে আছে। মুসলিম বিশ্বের মোড়লরা আজ ফিলিস্তনের পক্ষে নেই। তারা পশ্চিমাদের পা চাটতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। যদি আমাদের যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, তবুও গাজায় উপত্যকায় সত্যের পতাকা পতপত করে উড়বে।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাঈল বলেন, “জায়োনবাদীরা মুসলমানদেরকে নিশিহ্ন করার মিশনে নেমেছে। গত রমজান মাসেও জায়োনবাদীরা গাজায় বর্বরোচিত গণহত্যায় চালিয়েছে। তারা পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বর্তমান বিশ্বে যখন মানবতা, সাম্য ও উদারতা কথা বলা হচ্ছে, সেসময় আমেরিকায় মদদগোষ্ঠীর সহায়তায় ইসরায়েল জেনোসাইড চালিয়ে যাচ্ছে। এ গণহত্যায় জাতিসংঘ, ওআইসি কারো কোন বিবৃতি নেই।”
“আমরা দেখতে পাচ্ছি কিভাবে মায়ের সামনে তার কোলের সন্তানকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, গর্ত করে ফুতে ফেলা হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় ইসরায়েলের এসব নৃশংসতা যাতে প্রকাশ করতে না পারে, অপকর্ম বিশ্ববাসী জানতে না পারে, সেজন্য মিডিয়াগুলোর প্রতিনিধির সেখানে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”