জুলাই গণ-অভ্যুত্থানে শহিদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'জুলাই শহিদ দিবস' পালন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি করার মাধ্যমে দিবসের শুরু হয়। পরবর্তীতে সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে জুলাই শহিদ আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও জুলাই শহিদ দিবস উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা জরুরি। বিগত সময়ে গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী কর্তৃত্ব কায়েম করে হাজার হাজার নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার করা জরুরি।’
উপ- উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘গত বছরের ১৬ জুলাইয়ে বাংলাদেশের মাটিতে আবু সাঈদের রক্ত এত তেজোদ্দীপ্ত হয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে কেউ ভাবেনি। এই আন্দোলন কারো একার আন্দোলন ছিলোনা। সবার সম্মিলিত অংশগ্রহণেই এই বিপ্লব সফল হয়েছে।’
উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু হবে এটাই স্বাভাবিক। কিন্তু হাসিনার বাহিনী আবু সাঈদকে যেভাবে ন্যূনতম দূরত্ব থেকে হত্যা করেছে তা ইতিহাসে বিরল। বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। যার ফলাফল শিক্ষার্থীদের জুলাই বিপ্লব।’
তিনি আরও বলেন, ‘আগামীতে সততা নির্ভর বাংলাদেশ গড়তে হবে। দেশের সার্বিক উন্নতি সাধন করতে হলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে হবে। আমরা শাবিপ্রবিকে টিচিং এন্ড রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT