শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন খাতে ২০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরের তুলনায় এ বাজেটে ৪০ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১-এ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এ বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।
বাজেট পর্যালোচনায় দেখা গেছে, এবার মোট ২০৫ কোটি টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে দুই কোটি ৫০ লাখ টাকা, বিশেষ সুবিধাসহ মোট বেতন বাবদ সহায়তা ৭১ কোটি, বেতন-ভাতায় ১১১ কোটি ৯০ লাখ, মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা ৪৫ কোটি ৩৫ লাখ, পেনশন খাতে ১৫ কোটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে মোট দুই কোটি ৫০ লাখ, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তা ২০ কোটি এবং যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ টাকা। বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিতে এ বছর ১০ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ৭৯ লাখ টাকা বাজেট বাড়ানো হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে এ খাতে গবেষণায় শিক্ষকদের জন্য আট কোটি ২০ লাখ, গবেষণায় পিএইচডির জন্য এক কোটি ৫০ লাখ, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ, শিক্ষাবৃত্তি ৬৭ লাখ ও উদ্ভাবন কাজে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজেট উপস্থাপন সভায় উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, গত বছরের চেয়ে এ বছর বাজেটে বরাদ্দ বেড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে। বিজ্ঞান ও প্রযুক্তিতে শাবিকে এগিয়ে নিতে গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের গবেষক তৈরি করা।
উপাচার্য আরো বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। এগুলো হয়ে গেলে আমাদের যে সমসাময়িক বিভিন্ন সংকট রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT