শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় প্রশাসনের কাছে ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক।
সোমবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের হাতে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।
সংগঠনটির পেশ করা ৮ দফা দাবি গুলো হল-
১. মানবাধিকার ও আচরণবিধি সংক্রান্ত একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও প্রচার করা হোক, যা সকল শিক্ষার্থীর মাঝে সচেতনতা সৃষ্টি করবে।
২. ‘Student Grievance Box’ বা ‘Human Rights Complaint Cell’ চালু করা হোক, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও গোপনীয়ভাবে অভিযোগ জানাতে পারেন এবং দ্রুত প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা যায়।
৩. বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ‘Student Rights’ নামে একটি পৃথক সেকশন সংযোজন করা হোক, যাতে প্রতিটি শিক্ষার্থী তার অধিকার সম্পর্কে সহজে জানতে পারে।
৪. পরিচয় পর্বের নামে র্যাগিং বন্ধে একটি প্রাতিষ্ঠানিক নীতিমালা ও নির্দেশনা জারি করা হোক, যা প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনে দৃশ্যমানভাবে প্রচার করা হবে। এছাড়া, র্যাগিংয়ের প্রমাণিত ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্টে "Disciplinary Action Taken for Misconduct" উল্লেখ করার বিষয়টি বিবেচনায় আনা হোক।
৫. সোশ্যাল মিডিয়ায় ফেক আইডির মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় (বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে) দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কাম্য।
৬. ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন ও উন্নয়ন করা হোক, যেন নিরাপত্তা জোরদার হয়।
৭. সিএনজি ভাড়াব্যবস্থায় নৈরাজ্য রোধে প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করুক, যাতে শিক্ষার্থীরা ন্যায্য ভাড়া নিশ্চিতভাবে পান।
৮. টিউশন মিডিয়া সিন্ডিকেট কর্তৃক ব্ল্যাকমেল ও প্রতারণা প্রতিরোধে প্রশাসনিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যেন শিক্ষার্থীরা নিরাপদভাবে টিউশন করতে পারে।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ, সহ সভাপতি বুরহান উদ্দিন, খোরশেদ আলম, আবেদা খাতুন চৌধুরী, অফিস সম্পাদক রাসেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক আজিজুর হাকিম রাহিম এবং সদস্য কামরুল হাসান, তৌফিক, লিনা, তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, আমরা বিশ্বাস করি, প্রশাসন এসব যৌক্তিক ও সময়োপযোগী দাবিগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একটি নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস গড়ে তোলার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT