নিজের শেষটুকু দিয়ে লড়লেন শামীম হোসেন পাটোয়ারি। তবে ‘নিঃসঙ্গ শেরপার’ মতো লড়াই করেও ঢাকা ক্যাপিটালসকে জয় এনে দিতে পারলেন না। ভগ্ন হৃদয় নিয়ে মাঠ ছাড়লেন বাঁহাতি ব্যাটার।
শামীমের বীরত্ব থামিয়ে ৬ রানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট টাইটানস।
১৭৪ রান তাড়া করতে নামা ঢাকা যখন বড় রানের চোখ রাঙানি পাচ্ছিল ঠিক তখনই ম্যাচের হাল ধরলেন একাই। শুরুর ব্যাটিং ধসে ৪৩ রানে ৫ উইকেট হারায় ঢাকা। সেখান থেকে সাব্বির রহমানের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন শামীম। তবে ব্যক্তিগত ২৩ রানে সাব্বির আউট হতেই মুহূর্তের মধ্যে ঢাকার দলীয় স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১১৬ রান। শামীম ততক্ষণে আরো ভালোভাবে বুঝে গেছেন, যা করার তাকেই করতে হবে।
দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে সিলেটের বোলারদের ওপর চড়াও হলেন শামীম। ৩ রানে অপরাজিত থাকা তাসকিন আহমেদকে এক প্রান্তে রেখে চার-ছক্কার ফুলঝুরি সামলিয়ে ম্যাচকে শেষ ওভারে নিয়ে আসেন। শেষে ৬ বলে ২৭ রানের সমীকরণও প্রায় মিলিয়ে দিয়েছিলেন তিনি।
মোহাম্মদ আমির ইনিংসের শেষ বলটা দারুণ এক ইয়র্কার করায় লড়াইয়ে আর জেতা হয় না তার। তার আগে চার মেরে ওভার শুরু করা শামীম শেষ চার বলে ১৪ রান নিয়ে ম্যাচটা জমিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ বলে ৭ রানের সমীকরণে আমির ইয়র্কার দেওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।
নবম উইকেটে তাসকিনের সঙ্গে ৫১ রানের অপরাজিত জুটি গড়েন শামীম। নিজে খেলেন ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস।
১৮৮.৩৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৯ চার ও ৩ ছক্কায়। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। দুটি করে নেন আমির ও নাসুম আহমেদ।
বলে আগুন ঝড়ানোর আগে ব্যাটিংয়ে দ্যুতি ছড়ান ওমরজাই। আফগানিস্তানের ব্যাটারের শেষ দিকের ঝোড়ো ইনিংসেই ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় সিলেট। দুইবার জীবন পাওয়া ওমরজাই কাঁটায় কাঁটায় অপরাজিত ৫০ রানের ইনিংসটি না খেললে দেড় শর আগেই থামতে পারত তারা। ২০৮.৩৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ৫ চারে। তার পুরস্কার হিসেবে ম্যাচসেরা হয়েছেন। এর আগে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পারভেজ হোসেন ইমন। বিপিএলে হ্যাটট্রিক ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে থামেন তিনি। ঢাকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সালমান মির্জা।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225