সুনামগঞ্জের শাল্লায় অফিসের ভিতরেই ঝুলন্ত অবস্থায় পিপলু সরকার (নিক্লেশ) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন শাল্লা থানা পুলিশ।
তিনি শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।
(৭ জুলাই) সোমবার রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটে নিজ অফিসের ভেতরে ওয়াশরুমের দরজায় তার গায়ের শার্ট দিয়ে ফাস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান পিপলু সরকারের স্ত্রী দিনের বিকেলে ৩টা থেকে ফোন দিয়েও তাকে পাননি। তার পরে তার স্ত্রী পিপলু সরকারের এক বন্ধু কে ফোন দিলে সে অফিসে গেলে পিপলু সরকারকে জুলানো পেয়ে লোকজনকে খবর দেয়। শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা ( অ: দা:) সন্দীপন মজুমদার বলেন, আমি কোন কিছু জানি না। তবে অফিসিয়ালী কোন বিষয় নয়। পারিবারিক কোন কারনে এটা করতে পারে। সম্ভব হলে আমি এখনই শাল্লায় যাব বলে জানান তিনি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, তার অফিসের বাথরুমের দরজার উপরে নিজের গায়ের শার্ট দিয়ে ফাসদেওয়া জুলানো অবস্থায় পাই এখন আইনি প্রক্রিয়ার কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, বিষয় কি আমি জানি না ঘটনা শোনার পর আমি গিয়ে দেখে এসেছি পুলিশ এসে আইনী প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT