২৯ বছর পর অপমৃত্যু মামলার মোড় ঘুরল হত্যাকাণ্ডে।চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম ও পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। সেই নারকীয় রাতের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ।
দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই আলোচনায় আসে ১৯৯৭ সালে রেজভির দেওয়া একটি জবানবন্দি, যেখানে তিনি বিস্তারিতভাবে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন।
রেজভির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি অনুযায়ী, সালমান শাহকে হত্যার জন্য ১২ লাখ টাকার এক চুক্তি করেছিলেন তার শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।
১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের এক বারে তারা মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন ছাত্তার ও সাজু নামের আরও দুই যুবক। সভায় ফারুক ২ লাখ টাকা দেখিয়ে বলেন, “এই টাকা দিয়েছে সামিরার মা, মোট ১২ লাখ টাকা দেবেন সালমানকে শেষ করার জন্য।”
কাজের আগে ৬ লাখ ও পরে ৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর তারা প্লাস্টিকের দড়ি, সিরিঞ্জ, রিভলবারসহ হত্যার সরঞ্জাম প্রস্তুত করেন।
হত্যার রাতের ভয়াবহ বর্ণনা:
রেজভির ভাষ্যমতে, ৫ সেপ্টেম্বর রাত আড়াইটায় সালমান শাহর ফ্ল্যাটে প্রবেশ করেন ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই।
সেই সময় ফ্ল্যাটে উপস্থিত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি সুলতানা।
ঘুমন্ত সালমানকে সামিরা ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ধস্তাধস্তি শুরু হয়। এরপর আজিজ ভাইয়ের নির্দেশে সালমানের শরীরে ইনজেকশন পুশ করা হয়।
সালমান শাহ মারা যাওয়ার পর তার মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়, যেন এটি আত্মহত্যা বলে মনে হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ।
বিগত বছরগুলোতে একাধিক তদন্ত কমিটি ঘটনাটিকে "অপমৃত্যু" বলে উল্লেখ করলেও, নতুন তদন্তে উঠে আসছে হত্যা ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য।
সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক।
অন্য আসামিরা হলেন —
আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি সুলতানা, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
https://www.facebook.com/share/v/14KufipaH2E/
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225