শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমন্বয় সভায় ৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রকৌশলী এস. এম. মুজিবুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আযাদ কাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশাররফ হোসেন।
আগামী এক কর্মদিবসের মধ্যে কমিটিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, শেওলা -জকিগঞ্জ রাস্তার কাজের গুণগত মান নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। নানা অনিয়মের খবরে তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর প্রেক্ষিতে আজ উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হলে এই তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT