শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমন্বয় সভায় ৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রকৌশলী এস. এম. মুজিবুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আযাদ কাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশাররফ হোসেন।
আগামী এক কর্মদিবসের মধ্যে কমিটিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, শেওলা -জকিগঞ্জ রাস্তার কাজের গুণগত মান নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। নানা অনিয়মের খবরে তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর প্রেক্ষিতে আজ উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হলে এই তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225