শেওলা সেতুর পাশেই হবে নতুন সেতু- বর্তমান সেতুতে চলছে মেরামত

- আপডেট সময়ঃ ০৭:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারের শেওলা সেতুর পাশেই আরেকটি বৃহৎ আকারের নতুন সেতু নির্মাণ করা হবে। কুশিয়ারা নদীর উপর সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বর্তমান সেতু এখনো টেকসই থাকলেও সড়কটি চারলেনের মহাসড়কে উন্নীত হওয়ায় নতুন সেতু নির্মাণ করা হবে একই প্রকল্পের আওতায়। তবে এই সময়ের মধ্যে শেওলা সেতুর ক্ষতিগ্রস্থ মধ্যভাগ সংস্কার ও মেরামত করা হবে বলে জানান দায়িত্বশীলরা।
সম্প্রতি সেতৃুর মধ্য অংশে কংক্রিট সরে গিয়ে একটি গর্তের সৃষ্টি হয়েছে। গত ৫ বছর থেকে শেওলা সেতুর মধ্যভাগে স্টিলের অবকাটামোর উপরে থাকা কংক্রিটে ঢালাই সরে গিয়ে বার বার গর্ত হওয়ায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব প্রতিবন্ধকতা দূর করার দাবি জানানস্থানীয়রা।
সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানান সেতুর মধ্যভাগে স্ট্রিলের অবকাটামো অক্ষত আছে, উপরের কংক্রিট সরে গর্ত হয়েছে সেটি মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে।
সেতুর মধ্যভাগে স্টিলের অবকাটামোর অংশ কংক্রিটের ঢালাই সরে গিয়ে বারবার গর্ত সৃষ্টি ও মেরামত করার ফলে সেতুর ওই অংশ অসমান হয়ে গেছে। উচু নিচু এবং কিছু অংশ বাঁধের মতো হওয়ায় ছোট যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসব সমস্যার সমাধানের পাশাপাশি সেতু এলাকায় নতুন আরেকটি সেতু নির্মাণ করা হবে বলে জানান সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী।
সিলেট-চারখাই ও বিয়ানীবাজারের শেওলা স্থল বন্দর পর্যন্ত প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চারলেন সড়ক উন্নয়ন এবং আরো দুইটি আউটলেট সড়ক নির্মাণসহ এ সড়ক আধুনিকায়ন করা হবে। এ আধুনিকায়নের মধ্যে রয়েছে শেওলা সেতুর পার্শ্বে নতুন আরেকটি সেতু নির্মাণ। বর্তমানে সেতু থেকে দ্বিগুণ প্রস্থ এ সেতু চারলেন মহাসড়কের নির্মাণ প্রকল্প থেকে বাস্তবায়ন করা হবে।