দীর্ঘ প্রায় দুই যুগ পর (২২ বছর) শ্বশুর বাড়ির পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে রওনা হন শ্বশুরবাড়ির পথে। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ।তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। বাড়িটি এলাকায় ‘মিনিস্টার বাড়ি’ হিসাবে বিখ্যাত।
তারেক রহমানের শ্বশুর ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও ছিলেন। এ জন্য বাড়িটির নাম মিনিস্টার বাড়ি।
জানা গেছে, বাড়ির মেয়ে ডাক্তার জুবাইদা ও জামাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয়রা। প্রস্তুত করা হয়েছে ১২ হাজার মানুষের খাবার দাবার।মিনিস্টার বাড়িতে পৌঁছানোর পথে তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন বিলবোর্ড ও তোরণ বানানো হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এসব বানিয়েছেন। কোনো কোনো বিলবোর্ড ও তোরণে ‘দুলাভাইকে পুণ্যভূমিতে স্বাগতম’, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগতম’ ইত্যাদি লেখা দেখা যায়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225