গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় মদিনা মার্কেটস্হ কালিবাড়ী পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে ও রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল আহমদ ও শহীদ আহমদ, রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর সহ-সভাপতি আবুল খায়ের, জেলা সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মহানগর শাখার সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ,সংগ্রাম পরিষদ ৮নং সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক বাপ্পী আহমদ, ৯নং ওয়ার্ড সহ-সভাপতি আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৩৭ নং ওয়ার্ড সভাপতি মোহসীন আহমদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদি সরকার দেশের শ্রমজীবী মানুষ কে বঞ্চিত করে, তাদের উপর নিপিড়ন চালিয়ে, মুখে শ্রমিক বান্ধব কথা বলে কৌশলে শ্রমিকদের সাথে প্রতারণা করে ধনিদের স্বার্থ রক্ষা করার নীতি গ্রহণ করেছিল। একদিকে ব্যাটারিচালিত যানবাহনের ৬০ লক্ষ শ্রমিক সহ অনানুষ্ঠানিক খাতের কোটি কোটি শ্রমিককে আইনের সুরক্ষার বাইরে রেখে শ্রম শোষণের পথ বাধাহিন রেখেছে, অপরদিকে শ্রমিকদের কন্ঠকে রুদ্ধ করতে পুলিশ, ট্রাফিক বিভাগ, বিআরটিএ, শ্রম অধিদপ্তর বা শ্রম পরিদর্শন অধিদপ্তরের মত আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানসমূহ কে দূর্ণীতি আর নিপিড়নের যন্ত্রে রপান্তরিত করেছে।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই শহীদদের রক্তের উপর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার শাসনের একবছরে সমালোচনার মুখে শ্রম খাতের সংস্কারের ক্ষেত্র চিহ্নিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা ছাড়া শ্রমজীবীদের প্রতি বৈষম্যের বিলোপের কোন উদ্যোগ দৃশ্যমান হয়নি।
বক্তারা অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহনের হয়রানি- উচ্ছেদ বন্ধের আহ্বান। বক্তারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT