০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
গোলাপগঞ্জে জনসভায় ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর বক্তব্য

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ধানের শীষের পক্ষে ভোট চাই: এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি, Sylhet21
  • আপডেট সময়ঃ ০৫:১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

গোলাপগঞ্জে জনসভায় অ্যাড. এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সিএনজি চালক, শ্রমজীবী মানুষ, দিনমজুর, কৃষক ও সাধারণ ব্যবসায়ীই দেশের মূল চালিকাশক্তি। তাদের ন্যায়সঙ্গত অধিকার ও জীবন-সংগ্রামের কথা মাথায় রেখে তিনি রাজনীতিতে এসেছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “ধানের শীষ কোন সাধারণ প্রতীক নয়। এটা মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকারের প্রতীক। আপনাদের একটি ভোট নিজের জন্য নয়—আপনাদের নিজের ভবিষ্যতের জন্য।”

অ্যাড. এমরান আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই গণতন্ত্র হরণ করা হয়েছে। আমরা সেই অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক অবদান জাতি কখনও ভুলবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি।”

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার কমলগঞ্জ বাজার সিএনজি শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ বাজার সিএনজি শাখার সভাপতি নাজিম উদ্দীন। পরিচালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ ও সিএনজি শাখার সাধারণ সম্পাদক সিহাব উদ্দীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের, দপ্তর সম্পাদক অ্যাড. সাঈদ আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক অ্যাড. মোস্তাক আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, জাসাস ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য