মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (৬ আগস্ট) শহরের পূর্বাশা আবাসিক এলাকার সিদ্দিকুর রহমানের বাসার ভেতর থেকে সাপটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রাত আটটার দিকে ওই বাসার গেটের সামনে একটি সাপ দেখে লোকজন আতঙ্কিত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে দেই।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোহাম্মদ নাজমুল হক বলেন, সাপটির প্রজাতি খৈয়া গোখরা যা ইন্ডিয়ান কোবরা নামেও পরিচিত। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। সাপটিকে উদ্ধারের পর আমরা রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দিয়েছি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT