“বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি ও মারামারি দূর করতে হবে” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব শান্তি দিবস। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ। সভায় প্রধান বক্তা ছিলেন পিএফজির উপদেষ্টা সৈয়দ নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর শামীম আহমেদ, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী,পিএফজির অ্যাম্বাসেডর এম এ রহীম নোমানী, টিআইবির সদস্য নিতেষ সূত্রধর, শ্রীমঙ্গল ফারিয়া সভাপতি ও পিএফজির সদস্য দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল কান্তি দেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক ঝলক দত্ত, পিএফজির সাবেক অ্যাম্বাসেডর ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহিলা পরিচালক কাজী আছমা, শিক্ষক আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, পিএফজির অ্যাম্বাসেডর আনহারুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সহনশীলতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT