০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০১:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত আনা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত আব্দুল গফুর শেখ (৪১) তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী। দুর্ঘটনায় গুরুতর আহত দুজন হলেন-শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) এবং অন্যজন মো. তানভীর হোসেন (জনি), তিনি শহরের রেলগেট এলাকার বাসিন্দা। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন