সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড়ে তালা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১১:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৫৬ বার পড়া হয়েছে।

 

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড়ে তালা দেয়ায়
শহরজুড়ে বর্জ্য ছড়িয়েছে পড়েছে। বর্জ্য ফেলার জায়গা বন্ধ থাকায় সোমবার পরিচ্ছন্নতাকর্মীরা শহরের ময়লা আবর্জনার অপসারণ করতে পারেনি। বিভিন্ন মোড়ে মোড়ে ময়লা আবর্জনা চারিদিকে ছড়িয়ে পড়ায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত রোববার (৯ নভেম্বর) শ্রীমঙ্গলের ৩ শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের সামনে পৌরসভার একমাত্র ময়লার ভাগাড়ের দুর্গন্ধের অতিষ্ঠ শিক্ষার্থী-জনতা ময়লার ডাম্পিং ষ্টেশন বন্ধ করে দেয়। এতে করে সোমবার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা কোন বর্জ্য অপসারণ করেনি।
শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী শহরের কলেজ রোডস্থ ময়লার ভাগাড় অপসারণে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছিল।
শ্রীমঙ্গল পৌরসভার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় দীর্ঘদিন ধরে শহরের সমস্ত আবর্জনা এই প্রতিষ্ঠানগুলোর সামনে ফেলা হচ্ছিল। এতে করে এই শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও আবাসিক এলাকায় দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। ময়লার উৎকট দুর্গন্ধের কারণে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠে।
দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী মোস্তাকিমুর রহমান বলেন, ‘আমাদের মানসিক চাপ বাড়ছে। সকালে কলেজে যাওয়ার সময় ময়লার দুর্গন্ধ সহ্য করতে হয়, এতে পড়াশোনায় মনোযোগ থাকে না।’
শ্রীমঙ্গল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনাহ জানান, ‘২৪ সালের ৫ আগস্টের পরে আমরা ইউএনওর কাছে যাই। তিনি আমাদের আবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে আস্বস্ত করেন। কিন্তু দীর্ঘদিনেও কর্তৃপক্ষ কেন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।’
সচেতন নাগরিকদের মতে, কলেজ রোডের ময়লার স্তুপ শুধু দুর্গন্ধ সৃষ্টি না, এতে জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
এব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, আমরা এ নিয়ে কাজ করছি। ময়লার ভাগাড় স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন