শ্রীমঙ্গলে স্কুল-কলেজের সামনে ময়লার ভাগাড়

- আপডেট সময়ঃ ০৫:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে।

পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি জনবহুল আবাসিক এলাকার পাশে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। এতে দুর্গন্ধে চরম ভোগান্তিতে রয়েছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। ভাগাড়টি সরাতে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সমাধান নেই বলে জানান স্থানীয়রা। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আবার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। সে সময় জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। পরবর্তীতে তাদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসকের মাধ্যমে পৌর কর্তৃপক্ষ থেকে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়। সেটি এখনো মন্ত্রণালয়ে ঝুলে আছে।
জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এখানেই পুরো উপজেলা শহরের সারাদিনের সব ময়লা ফেলেন পরিচ্ছন্নতাকর্মীরা। এতে গেল কয়েক বছর ধরে এ এলাকায় জমে আছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। ভাগাড়ের পাশেই রয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, একটি মাদ্রাসা ও মসজিদসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। স্থানীয় লোকজনদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি দুর্গন্ধের কারণে এখানের চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছেন। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ময়লা-আবর্জনার দুর্গন্ধে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন। দুর্ভোগ লাঘবে শিক্ষার্থীরা বহুবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ জানিয়েও কোনো সুরাহা মিলছে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উপজেলা নির্বাহী অফিসার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ময়লার ভাগাড় স্থানান্তর করে স্যানেটারি ল্যান্ড ফিল্ড এবং ফ্যাকাল সø্যাজ ট্রিটমেন্ট প্লান্টের জন্য ২১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার একটি প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠান।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠালেও দীর্ঘদিন তা অনুমোদনের অপেক্ষায় আছে। শ্রীমঙ্গল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনাহ জানান, ২৪ সালের ৫ই আগস্টের পরে আমরা শিক্ষার্থীরা ইউএনও’র কাছে যাই। যাওয়ার পরে তিনি আমাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাবনা পাঠান। কিন্তু দুঃখের বিষয় এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদনটি আটকা পড়ে আছে। কর্তৃপক্ষ কেন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।
দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ক্ষোভের সঙ্গে জানান, উপজেলা প্রশাসন এমনকি জেলা প্রশাসনকে এ বিষয়টি অবগত করা হয়েছে। তারপরও ময়লার ভাগাড় সরানোর কোনো উদ্যোগ নেই। সচেতন সমাজের প্রতিনিধিরা বলছেন, ময়লার স্তূপ শুধু দুর্গন্ধ সৃষ্টি করছে না, বরং জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
এ ব্যাপারে পৌর প্রশাসক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইসলাম উদ্দিন জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্থায়ী প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে এ সমস্যা আর থাকবে না।