মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ২০২৫-২০২৬ অর্থবছরে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকারবাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় পৌরসভা অডিটরিয়ামে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষনা করা হয়।
বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এসময় পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন তার বক্তব্যে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। এতে উন্নয়ন খাতে ব্যয় ৩১ কোটি ৯ লাখ টাকা, সংস্থাপন ব্যয় ৮ কোটি ১০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যয় ২ কোটি ১২ লাখ টাকা, পানি সরবরাহ ব্যয় ২ কোটি ৯২ লাখ টাকা, ডেঙ্গু, করোনা ভাইরাস, নালা-নর্দমা পরিস্কার-পরিচ্ছন্য খাতে ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে উন্নয়ন খাতে আয় ৩১ কোটি ৯ লাখ, রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। এছাড়াও শিক্ষা, বৃক্ষরোপন, সড়কবাতি, জরুরি ত্রাণ, খেলাধুলা ও সংস্কৃতি ব্যয়, যানজট নিরসন স্যানিটেশন ও নারী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথীয়া তাসমিন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরি প্রমুখ।
এছাড়াও বাজেটে অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT