শ্রীমৎ ভক্তিচারু স্বামীর ৮০তম আবির্ভাব তিথি: সিলেটে দিনব্যাপী মহোৎসব কাল

- আপডেট সময়ঃ ১০:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে।

আগামীকাল বুধবার ১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সিলেট মন্দিরে অনুষ্ঠিত হবে ইসকন সিলেটে অনুষ্ঠিত হবে বিশ্ব হরিনাম দিবস, শ্রীল প্রভুপাদ স্মরণ উৎসব এবং শ্রীল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য, নিত্যলীলা প্রবিষ্ট ও বিষ্ণপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তরশত শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজের ৮০ তম আবির্ভাব তিথি ও ব্যাসপূজা মহোৎসব।
দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ সমবেত হবেন।
১৯৪৫ সালের ১৭ই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজ। শৈশব অতিবাহিত করেন কলকাতায়।
১৯৭০ সালে উচ্চশিক্ষার জন্য জার্মানি গমন করেন এবং রসায়ন বিষয়ে পড়াশোনার পাশাপাশি বৈদিক সাহিত্যের সংস্পর্শে এসে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি গভীর অনুপ্রেরণা লাভ করেন।
১৯৭৫ সালে আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে ভারতে প্রত্যাবর্তন করে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি বিশ্বজুড়ে ইসকনের প্রসার, প্রভুপাদের জীবন ও কর্ম নিয়ে টেলিভিশন সিরিজ নির্মাণ এবং অসংখ্য আধ্যাত্মিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ব্যাসপুজা উপলক্ষে অনুষ্টানসূচি অনুসারে ভোর সাড়ে ৪টা: মঙ্গল আরতি,সকাল সাড়ে ৭টা: দর্শন আরতি ও গুরুপূজা কীর্তন,সকাল ৮টা: শ্রীমদ্ভাগবত পাঠ,সকাল সাড়ে ৯টা: কীর্তনমেলা,বেলা ১১টা: মহা-অভিষেক ও ব্যাসপূজা।দুপুর সাড়ে ১২টা: গুরুমহারাজের মহিমা কীর্তন,২টা: মহাপ্রসাদ বিতরণ।এরপর বিকাল ৪টা: শ্রদ্ধাঞ্জলি সভা,সন্ধ্যা সাড়ে ৬টা: সন্ধ্যা গৌরসুন্দরের আরতি,রাত ৮টা: সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশিত হবে।
শ্রীমৎ ভক্তি চারু স্বামী মহারাজ ছিলেন শ্রীল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য, যিনি শ্রীল প্রভুপাদের আদর্শকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর শিক্ষা, ভক্তি ও বিনয় আজও ভক্তসমাজের হৃদয়ে অম্লান হয়ে আছে।
আয়োজকরা জানান, কালকের দিনব্যাপী এই ব্যাসপূজা মহোৎসবে ভক্তদের অংশগ্রহণে সিলেট ইসকন মন্দির এক ভক্তিময় ও আধ্যাত্মিক আবহে ভরে উঠবে।
অনুষ্ঠানে ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।