বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার বিকেলে শাহীনূর পাশা চৌধুরীর বাসভবনে কেন্দ্রীয় দাওয়াতি মাসের কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে যোগদান ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি ও সুনামগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ শায়েখ মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহীনূর পাশা চৌধুরী বলেন, দাওয়াতী মাসে সারাদেশে লক্ষাধিক মানুষের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের টার্গেট নিয়ে কাজ করছে। আমার জন্মভূমি পাটলী গ্রামে আজ বিভিন্ন শ্রেণী পেশার ২ শতাধিক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানে আমি আনন্দিত। তারা বর্তমান সময়ের অন্যতম আলেম অধ্যাপক আল্লামা মামুনুল হকের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে স্বাচ্ছন্দ্যে খেলাফতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। তিনি বলেন, মহান আল্লাহ আমাকে সংসদে কথা বলার সুযোগ পেলে আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে রূপান্তরিত করবো। অবহেলিত, বঞ্চিত জনপদের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা করবো। প্রবাসী অধ্যুষিত এই জনপদটিকে প্রবাসীদের স্বাচ্ছন্দ্যে বসবাসের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
মোনাজাত করেন বাাংলাদেশ খেলাফত মজলিসের নেতা পাটলী দারুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা রুকনুজ্জামান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT