ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, বিচার ও মৌলিক সংস্থার না হওয়া পর্যন্ত দেশের মধ্যে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জুলাই গণহত্যার বিচার সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া পদ্ধতি ছাড়া সরকার নির্বাচন দিলে আমরা তা মেনে নেব না। তিনি বলেন, দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে আবারও জুলাইয়ের ঐক্য অসংগতির নদীর স্থাপন করতে হবে। জুলাইয়ের রক্ত ও জীবনের সার্থকতা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবিচল হবে কাজ করে যাবে। জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কিছু রাজনৈতিক সংস্কৃতি ও চরিত্র বাধা হয় দাঁড়াচ্ছে। রাষ্ট্রসংস্কারের মৌলিক জায়গায় একমত হওয়া যায় নাই। বিচার নিশ্চিত হওয়া যায় নাই, চাঁদাবাজি লুটপাট দখলদারি চলমান রেখে নির্বাচন করে সংস্কার ও বিচারের দাবিকে আড়াল করে দেওয়া হচ্ছে। কি করছে রাষ্ট্র কবে মিলবে বিচার, শহীদ ও গুমের শিকার পরিবারের আর্তনাদ দেখার কেউ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। তাই সংস্কার বিচার ও পি আর ছাড়া কোন নির্বাচন সম্ভব নয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালি থানা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাবেদ আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোঃ জাকির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি জাকাওয়াত হোসেন বাদশা, বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ থানা নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT