সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, দেশের প্রকৃত উন্নয়ন করতে হলে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। বিশেষ করে কওমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার দিকে আরো মনোনিবেশ করা উচিত। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।
তিনি বুধবার বাদ যোহর জকিগঞ্জের গঙ্গাজল হযরত শাহ শাহাবুদ্দিন (র.) হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। জকিগঞ্জ-কানাইঘাটে বিগত দিনে সঠিক নেতৃত্বের অভাবে উন্নয়ন সাধিত হয়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন করা হবে। তাই জনগণকে এখন থেকেই প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি।
মাদ্রাসা কমিটির সভাপতি হাজী আতাউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু, এলাকার প্রবীণ মুরব্বী ডা. মায়া মিয়া, বাবুর বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন, ব্যবসায়ী আব্দুস সাত্তার আব্দুস শহীদ, আব্দুল মনাফ, মুজিবুর রহমান মেম্বার, আফতাব আহমদ, আব্দুল লতিফ ফরন, আব্দুল আহাদ, ইকবাল আহমেদ, বদরুল ইসলাম বদই, মাহবুবুর রহমান, সোনা মিয়া, রাব্বি আহমদ প্রমুখ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225