বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের মাথিউরা পূর্ব পাড় এলাকায় ঝড়ে হেলে পড়া একটি গাছকে পাশ কাটিয়ে যেতে দুর্ঘটনায় পড়ে মালবাহী পট্রাক। সোমবার (২৮ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত গাছটি অপসারণ করা হয়নি। ফলে দীর্ঘ ১৬ থেকে ১৭ ঘন্টা থেকে দুর্ঘটনা কবল এলাকায় যানজট দেখা দিয়েছে। টিসিবি মাল বোঝাই ট্রাকসহ অন্যান্য ভারি যানবাহন আটকা পড়েছে।
ভুক্তভোগীদের দাবি দ্রুত সময়ে মধ্যে সড়ক থেকে ঝড়ে হেলে পড়া গাছ অপসারণ করে চলাচল দুর্ভোগ লাঘব করতে। কিন্তু দীর্ঘ সময় থেকে গাছ অপসারণ না হওয়ায় অনেককে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, সোমবার ভোরের ঝড়ে গাছটি হেলে পড়ে। বিকালের দিকে দুর্ঘটনায় পড়ে একটি মারবাহী ট্রাক। এরপর থেকে এখানে যানজট দেখা দিয়েছে।
শুধু হেলে পড়া গাছই নয়, এ সড়কের বেশ কিছু অংশ একই রকমভাবে বেশ কিছু গাঠ হেলে আছে। এত যানবাহন চলাচলে বিড়ম্বনাসহ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ভুক্তভোগী যানচালকসহ দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। সড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করতে প্রশাসনের দায়িত্বশীলদের কাছে দাবি জানান।
সড়কের উপরে ঝড়ে গাছ হেলে পড়ার বিষয়টি জানেন না জানিয়ে উপজেলা প্রকৌশলী বলেন, দ্রুত সময়ের মধ্যে গাছটি কাটার ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সড়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছগুলো বিষয়ে দায়িত্বশীলদের করণীয় কি জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রথমে যে গাছটি হেলে পড়েছে সেটি দ্রুত সরানোর ব্যবস্থা করছি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT