প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ৯:৫৭ পি.এম
সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার
দেশে গত শুক্রবার থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম। ২০০৯ সালে সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে নিষিদ্ধ সমাবেশে অংশগ্রহণকারী সদস্যদের ধরতে সারাদেশে অভিযান চলছে।
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিজবুত তাহরীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হবে।
পুলিশ জানিয়েছে, সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT