লাখ লাখ মানুষের উপস্থিতিতে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ’, এবং সবাইকে নিয়ে একটি নিরাপদ দেশ গড়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেলে গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, ‘সবাই মিলে একটি নিরাপদ দেশ গড়ার সময় এসেছে।’ তিনি উপস্থিত মুরুব্বি, জাতীয় নেতৃবৃন্দ, নারী-পুরুষ ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমত ও জনগণের দোয়ায় তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশে পাহাড় ও সমতলের মানুষ, মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান-হিন্দুসহ সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। ‘আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে চাই—যে বাংলাদেশ একজন মা নিরাপদ মনে করেন,’ বলেন তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার আদায় করেছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুগপৎ আন্দোলনের সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225