ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে সিলেট বিএনপি। বার বার দাঁড় করানো হচ্ছে কাঠগড়ায়। নানাভাবে দোষারোপও করা হচ্ছে। এতে বিরক্ত নেতারা। এই চ্যালেঞ্জ উতরাতে সিলেট বিএনপি’র তরফ এবার আরও কঠোর বার্তা দেয়া হয়েছে। দলের ভেতরে থেকে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপি’র নাম ভাঙিয়ে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে সিলেটের মানুষের জানমালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতারা কাজ করবেন বলে জানিয়েছেন নেতারা।কোন ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঈদ পরবর্তী সময়ে শনিবার(৫ এপ্রিল) দুপুরে সিলেটের একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে দলীয় নেতাকর্মীদের প্রতি এমন সতর্কবার্তা দেন নেতারা।
সভায় জেলা ও মহানগর বিএনপি’র নেতারা দলীয় বিভিন্ন কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একইসঙ্গে সিলেটের চা শিল্পের সংকট, দলের শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় অঙ্গীকার নিয়ে কথা বলেন জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় বিএনপি নেতারা বলেন, রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা-পৌরসভায় ইউনিয়ন ও ওয়ার্ডে এবং মহানগরীর থানার ওয়ার্ড-পাড়াগুলোতে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে। বক্তারা বলেন- গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর স্বপ্নে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা তারা সরাসরি উপলব্ধি করতে পেরেছেন। বক্তব্যে বিএনপি নেতারা চা-শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন। তারা বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা শিল্প বর্তমানে চরম সংকটে। চা-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে একযোগে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। রমজান মাসে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও তুলে ধরেন তারা। সভায় আরও জানানো হয়- গত বছর গণ-আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিলেট বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নেতারা বলেন, ঈদ উপলক্ষে সিলেট মহানগর ও জেলার প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এজন্য পুলিশ, র্যাব, ট্রাফিক বিভাগ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে নেতারা বলেন- বিএনপি একটি আদর্শভিত্তিক দল। দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না। কেউ যদি বিএনপি’র নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডকে পুরো দলের ওপর চাপিয়ে না দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান তারা। বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বলেও উল্লেখ করেন নেতারা। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন- বিএনপি ১৭ বছর মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলনে ছিল। এ সময় বিএনপি’র নেতাদের দমনপীড়ন করা হয়। কিন্তু সিলেট বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। বিএনপি এখনো বিরোধী দলে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন- বিএনপি নেতাদের বিরুদ্ধে যখন যেখানে অভিযোগ উঠেছে তখন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারাই দোষী হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকটি অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হওয়ার পর রিপোর্টের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, ঈদের আগে সিলেট নগরে ঈদ শুভেচ্ছা জানিয়ে গোটা নগরে পোস্টারিং করেছিলেন স্থানীয় নেতারা। এতে ক্ষুব্ধ হন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি নিজে দেন ভিডিও বার্তা। এতে তিনি ব্যানার, ফেস্টুন সরিয়ে নিতে নির্দেশ দেন। তার কথায় কাজও হয়। এক রাতের মধ্যেই নগর থেকে সকল ধরনের ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেন নেতাকর্মীরা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপিরসহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন লস্কর ও সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. আশরাফ আলী ও রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, মহানগর বিএনপির যুগ্ম মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ সুহেল, জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT