লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে 'বৃষ্টির গল্প কথা' অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-২ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং একটি আকর্ষণীয় র্যাম্প শোসহ মনোমুগ্ধকর কিছু পরিবেশনা। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উপভোগ করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করা প্রয়োজন। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রাখতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে, যার মাধ্যমে সাংস্কৃতিক মননশীলতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকতে উৎসাহ প্রদান করা হয়। এ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবকে সাধুবাদ জানান এবং এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
লিডিং ইউনিভার্সিটি কালচারেল ক্লাবের উপদেষ্টা ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মোঃ রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের প্রতিটি উইং তাদের উইং-কোঅর্ডিনেটরদের নেতৃত্বে অসাধারণ পরিবেশনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সহ-উপদেষ্টা সাঈদা নাজিয়াম মাহবুবাসহ লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (স্টিয়ারিং কমিটি ২০২৫-২৬) এর প্রেসিডেন্ট মিথিলা ইসলাম মিম বৈশাখী, ভাইস-প্রেসিডেন্ট প্রীতম রঞ্জন দাস, ভাইস-প্রেসিডেন্ট আবিদা আহমদ সুমাইয়া, জয়েন্ট সেক্রেটারী শেখ মারুফা নাহিন এবং ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT