০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৫:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির আহ্বায়কসহ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে কমিটির আহবায় মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভিন সদস্যদের নিয়ে সাদা পাথর পরিদর্শন করেন।

কমিটির সদস্যরা দুইদিন সিলেটে অবস্থান করবেন বলে জানা গেছে। জাহেদা পারভীন সাদাপাথর পর্যটনকেন্দ্র ছাড়াও পাশের রেলওয়ে বিভাগের জায়গা বাঙ্কার এলাকা পরিদর্শন করেন। যে জায়গা থেকে প্রথমে পাথর লুট শুরু হয়েছিল। পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি। পরে তদন্ত বিষয়ে জানানোর কথা রয়েছে। এদিকে উদ্ধার ফল লুটের পাথর অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো আজ সকাল থেকে পর্যটনঘাট থেকে পেলোডার ও স্টিলবডি নৌকার সাহায্যে পর্যটন কেন্দ্রে নিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে।

সোমবার সাদাপাথর লুটের ঘটনায় পরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদের তদন্ত কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। এছাড়া সদস্য হিসেবে একজন করে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি রয়েছেন। তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় মতামতসহ ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

আপডেট সময়ঃ ০৫:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির আহ্বায়কসহ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে কমিটির আহবায় মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভিন সদস্যদের নিয়ে সাদা পাথর পরিদর্শন করেন।

কমিটির সদস্যরা দুইদিন সিলেটে অবস্থান করবেন বলে জানা গেছে। জাহেদা পারভীন সাদাপাথর পর্যটনকেন্দ্র ছাড়াও পাশের রেলওয়ে বিভাগের জায়গা বাঙ্কার এলাকা পরিদর্শন করেন। যে জায়গা থেকে প্রথমে পাথর লুট শুরু হয়েছিল। পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি। পরে তদন্ত বিষয়ে জানানোর কথা রয়েছে। এদিকে উদ্ধার ফল লুটের পাথর অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো আজ সকাল থেকে পর্যটনঘাট থেকে পেলোডার ও স্টিলবডি নৌকার সাহায্যে পর্যটন কেন্দ্রে নিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে।

সোমবার সাদাপাথর লুটের ঘটনায় পরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদের তদন্ত কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। এছাড়া সদস্য হিসেবে একজন করে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি রয়েছেন। তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় মতামতসহ ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন