০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সাদাপাথর লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৫:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (0.4838092, 0.28008947);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (6, 0);aec_lux: 115.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 36;

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ‘সাদাপাথর’ লুটের ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সাদাপাথর ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, অভিযানে আটক ৫ জনকে আজ সকালে থানার আনা হয়েছে। তাদের সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে।

আটক পাঁচজন হলেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাই রাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই এলাকার কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরের গাঁওয়ের মৃত মনফর আলীর ছেলে মো. আবুল কালাম (৩২), লাছুখাল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৩৫)।

এর আগে গতকাল শুক্রবার বিকালে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে ও অনুমতি ছাড়া কোটি কোটি টাকার পাথর লুট করেছে—এমন খবর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাদাপাথর লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

আপডেট সময়ঃ ০৫:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ‘সাদাপাথর’ লুটের ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সাদাপাথর ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, অভিযানে আটক ৫ জনকে আজ সকালে থানার আনা হয়েছে। তাদের সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে।

আটক পাঁচজন হলেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাই রাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই এলাকার কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরের গাঁওয়ের মৃত মনফর আলীর ছেলে মো. আবুল কালাম (৩২), লাছুখাল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৩৫)।

এর আগে গতকাল শুক্রবার বিকালে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে ও অনুমতি ছাড়া কোটি কোটি টাকার পাথর লুট করেছে—এমন খবর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন