১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সাদাপাথর লুটে অনুসন্ধানে তদন্ত কমিটি

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করবে। ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের অভিযানে সাদাপাথর লুট করে মজুদ রাখা কালাইরাগ ও দয়ার বাজার এলাকা থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এ সময় পাথর বহনকালে একটি ট্রাক্টর ও ফেলুডার মেশিন বিকল করে আভিযানিক দলটি। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সাদাপাথর ইস্যুতে আজ রাতে বৈঠক হচ্ছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাদাপাথর লুট বিষয়ে তদন্ত করবেন। আগামী রোববারের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।

এদিকে আজ বুধবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, সাদাপাথর পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা নেই বললেই চলে। লুট করা স্থানগুলোতে বালু বের হয়ে আছে। ঘুরতে আসা সীমিত সংখ্যক পর্যটকরা পাথর লুটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় দুদকের একটি দলকেও সেখানে পরিদর্শন করতে দেখা যায়।

দুদক সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লুটের বিষয়টি অনুসন্ধান করতে এসেছি। কারা জড়িত এবং তাদের মদদ কারা দিচ্ছেন, সেই বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাদাপাথর লুটে অনুসন্ধানে তদন্ত কমিটি

আপডেট সময়ঃ ১১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করবে। ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের অভিযানে সাদাপাথর লুট করে মজুদ রাখা কালাইরাগ ও দয়ার বাজার এলাকা থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এ সময় পাথর বহনকালে একটি ট্রাক্টর ও ফেলুডার মেশিন বিকল করে আভিযানিক দলটি। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সাদাপাথর ইস্যুতে আজ রাতে বৈঠক হচ্ছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাদাপাথর লুট বিষয়ে তদন্ত করবেন। আগামী রোববারের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।

এদিকে আজ বুধবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, সাদাপাথর পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা নেই বললেই চলে। লুট করা স্থানগুলোতে বালু বের হয়ে আছে। ঘুরতে আসা সীমিত সংখ্যক পর্যটকরা পাথর লুটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় দুদকের একটি দলকেও সেখানে পরিদর্শন করতে দেখা যায়।

দুদক সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লুটের বিষয়টি অনুসন্ধান করতে এসেছি। কারা জড়িত এবং তাদের মদদ কারা দিচ্ছেন, সেই বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন