সাদা পাথর ‘লুটকারীর তালিকায়’ নাম আসা কে এই মোকাররিম?

- আপডেট সময়ঃ ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৭৬ বার পড়া হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর লুটের সাথে মোকাররিম আহমদ নামক এক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ ওঠেছে। সাদা পাথর লুটে দুর্নীতি দমন কমিশন-দুদক ৪২ জনের সম্পৃক্ততা পেয়েছে বলে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই তালিকায় আছে মোকাররিমের নামও।
জানা যায়, মোকাররিম কোম্পানীগঞ্জের ছাত্রজমিয়ত নেতা। তিনি উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত। তার বাড়ি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে।
সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি ভিডিওতে সাদাপাথর লুট হয়নি বলে দাবি করেন তিনি। এবং লুটপাটের খবর প্রচার করায় ওই ভিডিওতে সাংবাদিকদের বকাঝকা করেন তিনি।
সাংবাদিকদের প্রকাশ্যে বকাঝকা করে বলেছিলেন এসব ‘অভিযোগ মিথ্যা ভিত্তিহীন’।
অথচ দুদকের অনুসন্ধান অনুযায়ী, এই মোকাররিম পাথর লুটের সাথে জড়িত। দুদকের তালিকায় মোকাররিমের নাম দেখার পর তাকে নিয়ে কোম্পানীগঞ্জসহ সিলেটজুড়ে চলছে তুমুল আলোচনা।
তবে তালিকায় নাম দেখে মোকাররিম আহমদ গণমাধ্যমকে বলেন, পাথর সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। সাদাপাথর গিয়ে আমি একটি ভিডিও আপলোড করি এবং পাথর লুট হয়নি বলে উল্লেখ করি। এটাই আমার কাল হয়েছে।