সিলেটসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার করা হয়েছে আরও ১ হাজার ৪৮৭ জনকে। শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫ জন এবং অন্যান্য অভিযোগে আরও ৪৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৭ দশমিক ৬২ মিলিমিটার চায়না এসএমজি, এক নলা বন্দুক, রিভলবার, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এসএমজির ৩০টি খালি খোসা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার, দা, স্টিলের কিরিচ এবং লোহার সাইকেল চেইন ইত্যাদি।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT