সিলেট অঞ্চলজুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে সিলেটসহ অন্তত ৬ জেলায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৭ মিলিমিটার। এরপর সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় আরও ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার কিছু অংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT