সিলেটের গোলাপগঞ্জে বন্ধুর হাতে খুন হলেন যুবদল কর্মী রনি হোসেন (৩০)। তাকে ছুরকিাঘাত করে খুনের ঘটনা ঘটেছে । গতকাল শনিবার রাত ১২ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার পর স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি ও হামলাকারী রাজু নামের একজন পরস্পর বন্ধু ছিলেন। দুজনেই যুবদলের রাজনীতির সাথে জড়িত। তবে তাদের কোন পদ পদবী জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। যার সূত্র ধরেই এক বন্ধু আরেক বন্ধুকে খুন করেছে বলে জানতে পেরেছি।
তিনি আরো জানান, তারা দুজনেই যুবদলের সমর্থক।
তবে ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওসি বলেন, হামলাকারীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
আরেকটি সূত্র মতে এ ঘটনায় অভিযুক্ত শেখ রাজু ছাত্রদল কর্মী ছিলেন। এলাকাবাসীর বলছে, নারী ঘটিত বিষয় নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে। রাজুর বিরুদ্ধে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেওয়ায় রনিকে ছুরিকাঘাত করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT